আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তারা মারা যান।
উপসর্গে মৃতরা হলেন, শ্যামনগর উপজেলার কলবাড়ি গ্রামের গোবিন্দ মন্ডল (৬৫), কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের রফিকুল ইসলাম (৫৭), তালা উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের রেবেকা খাতুন (৪৫), আশাশুনি উপজেলার শোভনালী গ্রামের অহম্মদ আলী গাজী (৯০) ও কলারোয়া উপজেলার কেরালকাতা গ্রামের সাহারিনা খাতুন ( ৫৫)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৯২ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।।##