নিজস্ব প্রতিনিধি :
“জাত গেল জাত গেল বলে, এটি আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সবি দেখি তা না-না-না–গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়” গানের মাধ্যমে কুমিল্লার ঘটনার প্রতিবাদ জানিয়েছে গণ সাংস্কৃতিক মৈত্রী।
শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ প্রতিবাদ কর্মসূচিতে চোখে কালো কাপড় বেধে অংশগ্রহণ করেন, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা অদিতি আদৃতা সৃষ্টি, জেলা কমিটির উপদেষ্টা সুমাইয়া পারভীন ঝরা, অর্পণ সাম্য, আহ্বায়ক-আসিফ নেওয়াজ, যুগ্ন-আহ্বায়ক, অনিন্দ্য বিশ্বাস, তানজিদ প্রিতম, ইথিকা আদৃতা নিহা,রাহিন কবির অরণ্য, সদস্য অতশী রিনি, রুবিনা পারভীন রুমি, ইতি চৌধুরী, ফারহান রহমান, ফায়সাল প্রমুখ।
এসময় সংগঠনের কেন্দ্রীয় নেতা সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা অদিতি আদৃতা সৃষ্টি বলেন, অসাম্প্রদায়িক চেতনায় আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম। এদেশে কোন সাম্প্রদায়িকতা থাকবে না। ধর্মের নামে কোন হানাহানি চলতে পারে না। আমাদের বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক সোনার বাংলা।
কর্মসূচিতে অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতা রূখে দিতে সমন্বিত কণ্ঠে বিভিন্ন গান পরিবেশিত হয় । পরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জাতীয় সংগীত এবং অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে সংগীত পরিবেশন করা হয় ।