আসাদুজ্জামান : “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আতœবিশ^াস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা কর্মসুচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুলেল মাল্য অর্পনের মাধ্যমে দিবসটির শুভ সুচনা করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একে একে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দোয়া ও বিভিন্ন বিষয়ে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরনসহ নানা কর্মসুচি।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচানা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির ছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রসাশক আরিফুজ্জমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে, দিবসটি উপলক্ষে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সময় কেক কাটেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল-মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান প্রমুখ।
এ ছাড়াও জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নানা আয়োজনে শেখ রাসেল দিবস-২০২১ পালিত হয়েছে।##