নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের ইটাগাছায় কমিউনিটি স্যোশাল ল্যাবের ৭ম ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের ইটাগাছা পূর্বপাড়া এলাকায় জি আই জেডের কারিগরি সহায়তায় ইউএম আই এমসিসি /ইউএমএমএল প্রকল্পের আওতায় ইটাগাছাপূর্ব পাড়া স্বেচ্ছাসেবক দল এবং সিডিসির উদ্দ্যোগে কারিতাস কর্তৃক কমিউনিটি স্যোশাল ল্যাবের ৭ম ডায়ালগে সভাপতিত্ব করেন পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সেবাস্টিয়ান রোজারিও। আমন্ত্রিত অতিথি ছিলেন, জার্মান ভিত্তিক উন্নয়ন সংগঠন জি.আই.জেড এবং কারিতাস এর উন্নয়ন পরামর্শক মিস এরিকা ডিভোরাকোভা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কারিতাস খুলনা আঞ্চলিক অফিসের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি কর্মকর্তা মি. তাপস সরকার। ডায়ালগে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান, শহর সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, কারিতাস খুলনার সিনিয়র হিসাব রক্ষক বিনয় কৃষ্ণ সমাদ্দার, কারিতাস খুলনা অঞ্চলের মাঠ কর্মকর্তা প্রতাপ সেন, ফেসিলিটেটর সোহাগ নাগ, জিআইজেড ও ইউএমআইএম সিসি এর এডভাইজার রতন মানিক সরকার, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর ফিল্ড কো-অর্ডিনেটর মো: হাসান আলী, সমাজকর্মী ফাতেমা খাতুন প্রমুখ।
উল্লেখ্য জিআইজেড এর কারিগরী সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনিক ডেভেলপমেন্ট ও কোপারেশন (বিএমজেড) এর অর্থায়নে সাতক্ষীরা পৌরসভা ও সমাজসেবা অফিসের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা পৌরসভার নির্বাচিত বস্তিসমূহে বসবাসরত জলবায়ু অভিবাসী ও দরিদ্র পরিবার সমূহের জীবনমান উন্নয়নে টেকসই ও স্বায়ীত্বশীল জীবিকায়নে ইউএমআইএমসিসি/ ইউএমএমএল প্রকল্পবহুমূখী এপ্রোচে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, কমিউনিটি ফ্যাসিলেটেটর অর্চনা মল্লিক।