নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ এবং দেবহাটা উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৬টি নৌকা বিজয়ী হয়েছেন। বাকী ৭টির মধ্যে ১টি জাতীয়পার্টি, ১টিতে বিএনপি, ৪টিতে বিদ্রোহী এবং ১টি স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
বিজয়ীরা হলেন, কুশলিয়া ইউপিতে নৌকার প্রার্থী আবুল কাশেম, রতনপুর ইউপিতে নৌকার প্রার্থী আলি আল রাজ টোকন, দক্ষিণ শ্রীপুর ইউপিতে নৌকার প্রার্থী গোবিন্দ মন্ডল, চাম্পাফুল ইউপিতে নৌকার প্রার্থী মোজাম্মেল, তারালি ইউপিতে নৌকার প্রার্থী এনামুল হক ছোট, নলতা ইউপিতে বিদ্রোহী প্রার্থী আজিজুর রহমান, মথুরেশপুরে বিদ্রোহী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপিতে বিদ্রোহী প্রার্থী শওকত হোসেন, কৃষ্ণনগর ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী সাফিয়া পারভীন, বিষ্ণপুর ইউপিতে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন, মৌতলা ইউপিতে বিএনপির সমর্থক ফেরদৌস হোসেন, ভাড়াশিমলা ইউপিতে নাজমুল হাসান।
দেবহাটা উপজেলার ৫টি ইউপির মধ্যে ১টিতে নৌকার বিজয়ী হয়েছেন। বাকী ৪টি ইউপিতে ২টিতে বিএনপি, একটিতে বিদ্রোহী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ী প্রার্থীরা হলেন, নওয়াপাড়া ইউপিতে নৌকার প্রার্থী সাহেব আলী, কুলিয়া ইউপিতে বিদ্রোহী প্রার্থী আসাদুল হক, পারুলিয়া ইউপিতে বিএনপির সমর্থক গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম, দেবহাটা সদরের বিএনপি সমর্থক বকুল হোসেন।
সাতক্ষীরার দুটি উপজেলার ১৭টি ইউপির ১১ইউপিতে নৌকার হার
পূর্ববর্তী পোস্ট