কুমিরায় আবারও জনপ্রিয়তার শীর্ষে শেখ আজিজুল ইসলাম। আসন্ন ২৬ ডিসেম্বর চতুর্থধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন বর্তমান চেয়ারম্যান জননেত্রী শেখ হাসিনা মানোনয়ন প্রাপ্ত নৌকা প্রার্থী শেখ আজিজুল ইসলাম। চেয়ারম্যান প্রার্থী হিসাবে মাঠে রয়েছেেন ৪ জন। তাদের মধ্যে বর্তমান চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। জামায়েত ইসলামী মনোনিত প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী লড়ছেন চশমা প্রতীক নিয়ে। অন্যদিক দলীয় সিদ্ধান্তের বাহিরে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন দুই জন। ইতেমধ্যে তালা উপজেলা আওয়ামীলীগ তাদের দল থেকে আজীবন বহিস্কার ঘোষণা করছে তারা দুই জন হলেনঃ ১। অাওয়ামীলগের অঙ্গসংগঠন বাংলাদেশ কৃষকলীগের ইউনিয়ন সভাপতি স্বতন্ত্র প্রাথী হিসাবে আলহাজ্ব শাহবাজ লড়ছেন আনরস প্রতীক নিয়ে। ২। আওয়ামীলীগের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজা লড়ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে। উক্ত নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন শেখ আজিজুল ইসলাম। ইউনিয়নবাসী বলেন বিগত ৫ বছর তিনি চেয়ারম্যানি করছেন তার বিরুদ্ধে কোন খারাপ রিপোর্ট শুনিনি। তার যখন যেখানে ডেকেছি সেখানে পেয়েছি। তিনি সরকার প্রদত্ত সকল নাগরিক অধিকার সুবিধাভোগীদের মাঝে সমান ভাবে বন্টন করে সুনাম অর্জন করেছেন। এজন্য কুমিরা ইউনিয়নবাসী আবারও চেয়ারম্যান হিসাবে শেখ আজিজুল ইসলামকে দেখতে চায়।