বিনোদন ডেস্ক: এই সময়ের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া নতুন বছরের শুরুতে ‘পর্দার আড়ালে’ নামে একটি ওয়েব সিনেমায় নাম লিখিয়েছেন। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন পারভেজ আমিন; সিনেমার গল্পও লিখেছেন তিনি। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির।
‘পর্দার আড়ালে’ সিনেমাতে অভিনয় প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, এতে আমাকে দেখা যাবে একজন সুপারস্টারের ভূমিকায়। চরিত্রতে রয়েছে বেশ কিছু ডাইমেনশন। এর আগেও ওয়েব সিনেমায় আমি কাজ করেছি। তবে এ সিনেমা নিয়ে অনেক আশাবাদী।
আগামী ৮ জানুয়ারি থেকে সিনেমার দৃশ্যধারণে যোগ দেবেন বলে জানান ফারিয়া; তার আগে চরিত্রটি নিয়ে নিজের প্রস্তুতি সেরে নিচ্ছেন এ অভিনেত্রী।
সিনেমাটিতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করবেন তরুণ অভিনেতা ইয়াশ রোহান।