কালিগঞ্জ প্রতিনিধিll
কালিগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেল ৩টায় পরিষদ মিলনায়তনে নির্বাচিত মেম্বারদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পী,
ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার অনুজ গাইন, উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ইকবাল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন,
থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফাসহ নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ৩৬ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও ১০৭ জন সাধারণ ওয়ার্ড সদস্যরা শপথ গ্রহণ করেন।
এদিকে আইনি জটিলতার কারণে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ৭নং সাধারণ ওয়ার্ড সদস্য অমর কুমার সরকারের শপথ গ্রহণ বন্ধ রয়েছে। উল্লেখ্য, গত বছরের ২৮ নভেম্বর রবিবার কালিগঞ্জের সকল ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।