নিজস্ব প্রতিনিধি :
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধুলিহরে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখমের অভিযোগ পাওয়া গেছে। ঠেকাতে গেলে সে সময় তার মাতাকেও মারপিট করে আহত করা হয়েছে।
রবিবার দুপুরে ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বালুইগাছা গ্রামের আব্দুল গফফার গাইনের পুত্র রুহুল আমিন এবং মাতা মাছুরা খাতুন।
এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিষয়ে বালুইগাছা গ্রামের মৃত কমির গাইনের পুত্র আব্দুল হাকিম, আছরোফ গাজীর পুত্র হাফিজুল ইসলাম, মৃত সামেদ আলী মন্ডলের পুত্র ইয়াছিন আলী গংদের সাথে আব্দুল গফফার গাইনদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৩০ জানুয়ারী দুপুরে কমির গাইনের পুত্র আব্দুল হাকিম, আছরোফ গাজীর পুত্র হাফিজুল ইসলাম, মৃত সামেদ আলী মন্ডলের পুত্র ইয়াছিন আলী মান্নান গাইনের পুত্র জাহিনুর ইসলাম, আব্দুল হাকিমের স্ত্রী হালিমাসহ ৪/৫ জন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল গফফার গাইনের বাড়িতে প্রবেশ করে। সে সময় গফফার গাইনের পুত্র রুহুল আমিনকে মারপিট করতে থাকে। এতে তার স্ত্রী মাছুরা খাতুন বাধা দিতে গেলেও মারপিট করে গুরুতর আহত করে। সে সময় হামলাকারীরা রুহুলের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মাক জখম করে। এছাড়াও বাড়ির আসবাবপত্র ভাংচুর করে অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে এবং তার স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এতে গফফার গাইনের পুত্র রুহুল আমীন মারাত্মক আহত হয়। বর্তমানে রুহুল আমীন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় ন্যায় বিচার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গফফার গাইন।