নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের (রেজি: নং- খুলনা ২২১৭) ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের পাকাপোল মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ’র চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
সংগঠনের সভাপতি মো. জুম্মান আলী সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সদর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশীদ,
মোল্ল্যা কনস্ট্রাকশন এর সত্বাধিকারী জাফর মোল্ল্যা, সাজিদ এন্টার প্রাইজের সত্বাধিকারী আবু সাইদ, ভাই ভাই সেনেটারীর সত্বাধিকারী ওকালত হোসেন, নিউ সাতক্ষীরা হার্ডওয়ারের সত্বাধিকারী কাজী সাইদ হোসেন সজল, রানা রং ঘরের সত্বাধিকারী আবুল কালাম, আরএফএল রেইনবো পেইন্টস্ এর সাতক্ষীরা সেলস্ অফিসার মো. রিয়াদ হোসেন, কানসাই নেরোলাক পেইন্টস্ এর জেলা ইনচার্জ মুন্সি আশিকুর রহমান, সংগঠনের উপদেষ্টা ম-লীর সদস্য শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সেলিম হোসেন জাহেদ, মো. মিন্টু, আব্দুর রশীদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ বাবুল আক্তার হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মহিদুল ইসলাম, আব্দুল হাকিম, আব্দুল আলিম, আজহারুল ইসলাম, শাহিন হাওলাদারসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে একজন অসুস্থ রং শ্রমিকের হাতে ৩ হাজার টাকার সহায়তার চেক প্রদান করা হয়। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।