প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা শহরের নি¤œ আয়ের পরিবারের কিশোরীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান ঋষিপাড়ায় বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় আশার আলো কিশোরী সংগঠন আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারসিকের গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান এবং যুব সংগঠক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বারসিকের গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান বলেন, প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিয়মিত চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে। স্বাবলম্বী হতে হবে।
কর্মশালায় আশার আলো কিশোরী সংগঠনের ১৫ জন সদস্য অংশ নেন। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পূর্ণিমা দাসী। #