নিজস্ব প্রতিনিধি : হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডব্লিউএওয়াই সাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ-২’ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে যার ফলে পৌরসভার গরিব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনমান উন্নত হবে।
এ উদ্দেশ্য অর্জনে অব্যাহত বিভিন্ন প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে ৯ মার্চ ২০২২ তারিখ রোজ বুধবার আশা অফিস, কলারোয়াতে পৌরসভার ওয়াস উদ্যোক্তাদের সাথে লিংকেজ বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার লক্ষ্য ওয়াস উদ্যোক্তাগণকে ব্যবসা সফল করার জন্য আর্থিক সহযোগিতা বা পরামর্শ প্রদান এবং আশা’র ঋণ কার্যক্রমের সাথে ওয়াশ কর্মসূচীর সাথে কিভাবে সমন্বয় করা যায় তথা ওয়াশ বিষয়ক ঋণ ও এ সম্পর্কিত বিভিন্ন সুযোগ সুবিধা ও নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় ওয়াস উদ্যোক্তা খাতে ব্যবসায়ীদের প্রয়োজন অনুযায়ী ঋণ প্রদান করার প্রতিশ্রুতি দান করেন। ওয়াস উদ্যোক্তারা ঋণ পেলে ব্যবসাকে আরো বড় করতে পারবেন এবং ওয়াস সুবিধা ব্িঞ্চত মানুষ ওয়াস সেবা নিশ্চিত হবে বলে বিশ^াস করেন।
আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম আশা’র ঋণ ও বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অডিটর মোঃ বদিউজ্জামান, শাখা ব্যবস্থাপক এস.কে আব্দুল মুন্নাফ, ঋণ কর্মকর্তা ফারুক হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, এসকে নূরুল ইসলাম, নাসিমা খাতুন ও সাংবাদিক বেলাল হোসেন।
উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোছাঃ রতœা বেগম, আনিছা বেগম, ইভা পারভিন, মোঃ জাহাঙ্গীর, রুহুল আমিন, তানিয়া সুলতানা, শাহাজাহান কবির, শাহানারা বেগমসহ অন্যান্য। নন্দিতা রানীর দত্ত’র ব্যবস্থাপনাায় অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থা’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার।
উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।