জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটিকে বৈধ ঘোষণা করেছেন জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারন সম্পাদক। ১৪ মার্চ জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল্লাহ সরদার ও সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র কমিটি বৈধ ঘোষনা করেন।
এছাড়া ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সারা বাংলাদেশের জাতীয় শ্রমিকলীগের সকল নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা এবং বাংলাদেশ বিরোধী দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলার আহবান জানিয়েছেন।
সোমবার ধানমন্ডিস্থ-২৩ বঙ্গবন্ধু এভিনিউ জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকের পর সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক এই বিবৃতি প্রদান করেন। উক্ত বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয়কার্য নির্বাহী সংসদের সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম এবং জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুর কুতুব আলম মান্নান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আযম খসরু উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত সংগঠন জাতীয় শ্রমিক লীগকে প্রশ্নবৃদ্ধ করার লক্ষ্যে গত ০৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতির স্বাক্ষর যুক্ত এক পত্রে সম্মেলন ছাড়া বিভিন্ন জেলা/ মহানগর/ হল/ অঞ্চল শাখার সকল আহবায়ক কমিটিকে বাতিল বলে গণ্য মর্মে অজ্ঞাত চিঠি দেওয়া হয়। উক্ত চিঠি সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নান এধরনের কোন চিঠি দেননি। যারা এধরনের অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে জাতীয় শ্রমিকলীগ ও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি প্রদান করা হয়।
উক্ত কারণে সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়। এ সকল বিভ্রান্তি ও সাংগঠনিক জটিলতা নিরসনের লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মাধ্যমে সকল ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তির অবসান হয়েছে।
তারা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হতে প্রতিষ্ঠিত জাতীয় শ্রমিক লীগের কোন বিভেদ বা কোন্দল নেই। একই সাথে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের সকল বিভেদ-অনৈক্য ভুলে গিয়ে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একত্রিতভাবে কাজ করার আহবান জানানো হচ্ছে।
এছাড়া জাতীয় শ্রমিক লীগের ভাবমুর্তি ও সংগঠনের একতা-সম্প্রীতি বিনষ্ট হতে পারে এ ধরনের সকল কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদকের বিবৃতি : আব্দুল্লাহ সরদার ও বিবিসি’র আহবায়ক কমিটি বৈধ
পূর্ববর্তী পোস্ট