তালা অফিস :
তালায় নানা কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে জালালপুর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে, পার কুমিরা বধ্যভূমিতে ও হরিণখোলা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পরে তালা উপজেলা পরিষদ হলরুমে গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়্ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, বাকশিসের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ।
এদিকে জালালপুর ইউনিয়ন মহান মুক্তিযুদ্ধ ও বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে বধ্যভূমি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জালালপুর ইউনিয়ন মহান মুক্তিযুদ্ধ ও বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদের সভাপতিত্বে এ সভা অুনষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রংকন, রচনা প্রতিযোগিতা, গণহত্যার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী, শহিদদের স্বরণে বিশেষ মোনাজাত ও রাত ৯টায় প্রতীকি ব্লাক আউট কর্মসূচী পালিত হয়।