নিজস্ব প্রতিনিধি : “হিংসা নয়, সম্প্রীতি ছড়ায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার সকল পিস ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়,জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে। বে সরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থার আয়োজনে ও পিস কনসোর্টিয়াম এর সহযোগীতায় বার্ষিক পিস ক্লাব সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন এর শুভ উদ্বোধক করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা- তুজ -জোহরা,এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাতেমা জোহরা প্রোগ্রাম অফিসার,
মহিলা বিষায়ক অধিদপ্তর, শেখ শহিদুর রহমান সমাজসেবা কর্মকতা,সঞ্জীব কুমার দাশ ,যুব উন্নয়ন কর্মকতা, মোঃজাহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার,শেখ মোসফিকুর রহমান মিল্টন সাধারণ সম্পাদক জেলা শিল্পকলা একাডেমি,সাতক্ষীরা সদর,
সাতক্ষীরা এবং শাহাদাত হোসেন বাচ্চু, পরিচালক পিস কনসোটিয়াম প্রকল্প রুপান্তর।বার্ষিক পিস ক্লাব সম্মেলন এর সভাপতিত্ব করেন অগ্রগতি সংস্থার সম্মানিত নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ফাতেমা -তুজ-জোহরা উপজেলা নির্বাহী অফিসার বলেন “তরুণ দের কে বেশি বেশি বই পড়ার মাধ্যমে ঙ্গান চর্চা করতে হবে, দেশীয় সাংস্কৃতির চর্চা করতে হবে তাহলে সমাজ থেকে উগ্রতা দূর করে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে”।যুবরা পারে না এমন কোন কাজ নাই,যুবদের সহনশীল হতে হবে।সহনশীলতার মাধ্যমে শান্তির বাণী প্রচার করতে হবে দেশ থেকে দেশান্তর।সদরের ১৫টি পিস ক্লাবের মধ্য থেকে ৩টা পিস ক্লাব আলিপুর,বল্লী ও শীবপুর ইউনিয়ন পিসকে সম্মানন স্মারক প্রদান করা হয়।সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সালাউদ্দীন রানা।