নিজস্ব প্রতিনিধি :
সারাদেশে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামীলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপি’র আয়োজনে শনিবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আলীম চেয়ারম্যানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা শহরের প্রধান সড়কের ওয়াপদা অফিসের সামনে থেকে শুরু হয়ে নিউমার্কেট দিয়ে সাতক্ষীরা জজকোর্ট এর স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম আহবায়ক মাও: দেলোওয়ার হোসেন, সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আব্দুর রউফ চেয়ারম্যান, তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব হবি,
মৃণাল কান্তি রায়, সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এড. নুরুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল কুদ্দুস চেয়ারম্যান, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম (সাবেক ইউপি চেয়ারম্যান), কলারোয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ,
কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির সদস্যসচিব মশিউল হুদা তুহিন, শ্যামনগর উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ,
সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, সাতক্ষীরা জেলা ওলামা দলের সভাপতি রন্জু, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সাতক্ষীরা জেলা জাসাসের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবিএম সেলিম, সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা কৃষক দলের সদস্য সচিব শাহিনুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন,
জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহামুদুল ইসলাম, জেলা জাসাসের সদস্যসচিব ফারুক হোসেন সহ সাতক্ষীরা জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা এ সময় অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করাসহ আগামীতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জোর দাবী জানান। একই সাথে তারা সারাদেশে বিএনপসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসী হামলা মামলা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।