নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পিটিআই মাঠ সংলগ্ন মেসার্স আরএস এন্টারপ্রাইজ ও সুলতানপুর বড়বাজারের মেসার্স নুরানী স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ১৪৬০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। মঙ্গলবার (১৭ মে) বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।
এব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুল হোসেন বলেন, ‘সাতক্ষীরার পিটিআই মাঠ সংলগ্ন আরএস এন্টারপ্রাইজে ভোজ্যতেল মজুদ রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
দিত্বীয়ধাপে সুলতানপুর বড়বাজারের মেসার্স নুরানী স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ২০০ লিটার বোতলজাত ভোজ্য তেল জব্দ করা হয়। এসময় সমস্ত তেল গায়ের রেট অনুযায়ী ভোক্তাদের কাছে বিক্রি করে তেলের মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, এর আগেও গত বুধবার (১১ মে) বড়বাজারের মেসার্স নুরানী স্টোরে অভিযান পরিচালনা করে ২৭০ লিটার তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। ওইসময় স্টোরের মালিক মুরাদ হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’