আসাদুজ্জামান ঃ ভবন নির্মাণে পৌর আইন লঙ্ঘনের প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রাণি করার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
শহরের রাজার বাগান পূর্বপাড়া এলাকার স্থানীয় এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলী, সহ-সভাপতি মফিজুর রহমান, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, স্থানীয় এলাকাবাসী শফিকুল ইসলাম, ভুমিহীন নেতা আব্দুল আলিম, আব্দুল গফ্ফার প্রমূখ।
বক্তরা অভিযোগ করে বলেন, শহরের রাজার বাগান পূর্বপাড়ার নতুন বাসিন্দা ইমাদুল সরদার পৌর আইন লঙ্ঘন করে বাড়ি নির্মাণের সময় শফিকুল ইসলাসের জমির উপর ছাদের কার্ণিশ বাড়িয়ে কাজ শুরু করেন।
এতে বাধা দিলে ইমাদুল সরদার প্রভাব খাটিয়ে শফিকুলসহ তার পরিবারের ৫ জনের নামে সাতক্ষীরা সদর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। অথচ ওই মিথ্যা মামলায় পুলশ শফিকুলকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠাান।
বক্তরা এসময় এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং মানববন্ধন থেকে ইমাদুল কর্তৃক মিথ্যা মামলার দায় থেকে অব্যাহতি প্রদান পূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধন শেষে পরে তারা সাতক্ষীরা প্রেসক্লাবে এ ঘটনায় একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করেন।##