নিজস্ব প্রতিনিধি : ২০৩০ সালে “মাসিক” কে জীবনের একটি স্বাভাবিক বিষয়ে পরিনত করতে আমরা প্রতিঞ্গাবদ্ধ এই স্লোগানে সাতক্ষীরায় মাসিক স্বাস্থ্য বিধি দিবস ঃ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৯ শে মে সকাল ১১ টায় সাতক্ষীরা পলাশপোল আর্দশ বিদ্যালয় হল রুমে সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ব্রাক ওয়াশ কর্মসূচি, সাতক্ষীরার সদরের আয়োজনে মাসিক স্বাস্থ্য বিধি দিবসের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ সাইফুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সাতক্ষীরা পৌর সভার ৮ ও ৯নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ শফিকুর রহমান বাবু ও মোঃ শফিউদ্দোলা সাগর, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মন্টু সরদার, ব্রাক কর্মকর্তা এসকে আশরাফুল মাশরুদ, মোঃ হাফিজুর রহমান, আব্দুর রহমান, মোঃ হাসিনুর রহমান, মোঃ জহুরুল আলম,মোঃ মাহবুব হোসেন সহ স্কুলের শিক্ষক- শিক্ষিকা ও ব্রাকের কর্মকর্তা গন ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের শিক্ষক সুরাইয়া পারভীন ও ইসরাইল।