মোস্তাফিজুর রহমান, আশাশুনি: আশাশুনিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দায়সারা কর্মশালার আয়োজন করা হয়েছে। এদিকে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে আয়োজিত কর্মশালা সম্পর্কে কিছু জানতেন না বললেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম (পিপিএম)।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর ১টার দিকে আশাশুনি এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান।
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে দায়সারা এ কর্মশালায় একই স্থানে চলমান পূর্বের প্রশিক্ষণ কর্মশালার সাতক্ষীরা জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস উল্লেখিত বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা রাখেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান বলেন, জুন মাস বিধায় আমাদের ব্যস্ত সময় পার করতে হচ্ছে।
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে আয়োজিত কর্মশালা সম্পর্কে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানেন না, বিষয়টি আপনি কি ভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওসি সাহেবকে জানানো হয়নি কিন্তু উনার একজন অফিসার সেখানে ছিলেন। যেহেতু পূর্বের কর্মশালায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ছিলেন সেহেতু সংক্ষিপ্ত পরিসরে আমরা কর্মশালা সম্পন্ন করি। এদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে একই দিনে একই স্থানে দুটি দিন ব্যাপী কর্মশালা নিয়ে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মধ্যে।