প্রতিনিধি:
সাতক্ষীরায় নকল ও গুজবমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে কক্ষ পরিদর্শকদের মোটিভিয়েশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) বিকাল ৪টায় সাতক্ষীরা নবারুন বালিকা উচ্চ বিদ্যালয় (৪৮৪) কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মালেক গাজী।
বক্তব্য রাখেন কেন্দ্র সচিব মো: সেলিমুল ইসলাম, ধুলিহর ব্রহ্মরাজপুর(ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলাম, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, অরুন কুমার মন্ডল, নবজীবন ইনস্টিটিউটের সহকারী শিক্ষক বাচ্চু মুনসী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তৈয়েবুর রহমান তুহিন।
সভায় বক্তারা বলেন, নবারুন কেন্দ্রে ২০টি প্রতিষ্ঠান থেকে এবছর ১১২৭ জন পরীক্ষার্থী অংশ নিবে। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ১২৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১২০ জন এবং মানবিক বিভাগে ৮৭৮ জন।
সভায় বক্তারা বলেন, এবার পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে নির্দিষ্ট আসনে বসতে হবে। পরীক্ষা কেন্দ্রে কোন ঘড়ি নিতে পারবে না পরীক্ষার্থীরা। এছাড়া ডিভাইসযুক্ত কোন ক্যালকুলেটর বা কোন যন্ত্র নিতে পারবে না। পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী পরীক্ষায় ২৫ অথবা ৩০টি প্রশ্নের মধ্যে ১৫টির উত্তর দিতে হবে। এতে সময় থাকবে ২০ মিনিট।
রচনামূলক সৃজনশীল পরীক্ষায় ৭টি প্রশ্ন থাকলে ৩টি এবং ১১টি প্রশ্ন থাকলে ৪টির উত্তর দিতে হবে। পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা সম্পূর্ণ নকল ও গুজব মুক্ত পরিবেশে পরীক্ষা দিবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্কতার সাথে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানানো হয়।