প্রেস বিজ্ঞপ্তি : দাবী দিবসে ৮ দফা বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরায় সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুন) বিকাল ৫ টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শহরের পাকাপোল খ্যাত ব্রীজের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক খাতে ১%বরাদ্দের প্রতিবাদসহ সংস্কৃতিকর্মীদের দাবীকৃত ৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরার আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরার সভাপতি বিশিষ্ট শিল্পী আবু আফফান রোজবাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিলটন, অধিতি একটি কন্ঠকলার সভাপতি ও এমপিপত্মী নাসরিন খান লিপি, জেলা সাহিত্য পরিষদ সাতক্ষীরার সভাপতি কবি শহীদুর রহমান, সব্যসাচী আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু, নবধারার শিল্পী কামরুল ইসলাম,
শিল্পী চৈতালী মুখার্জি, বিশিষ্ট শিল্পী মঞ্জুরুল হক, আজমল স্মৃতি সংসদের হৃদয় মন্ডল, ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক কাজী মাসুদুল হক, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দীকুর রহমান, বর্ণমালা একাডেমীর নাহিদা পারভীন পান্না, ম্যানগ্রোভের স ম তুহিন, লিনেট ফাইন আর্টস এর অজয় সাহা, বিশ্বভরা প্রাণ এর নয়ন কুমার প্রমুখ।
বিশিষ্ট শিল্পী শামীমা পারভীন রত্নার সঞ্চালনায় মানববন্ধনে নোঙর,
শিল্পায়ন সংগীত একাডেমী, লিনেট ফাইন আর্টস, আজমল স্মৃতি সংসদ, বিশ্বভরা প্রাণ, উদীচী, আনন্দ নিকেতন, ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ, স্বরলিপি একাডেমী, সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠী, অধিতি একটি কন্ঠকলা, বর্ণমালা একাডেমী, সাতসুরে আমরা, সবুজ সংঘ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, নবধারা একাডেমী, বাংলাদেশ গণশিল্পী সমন্বয় পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, সব্যসাচী আবৃত্তি সংসদ, তরী ব্যান্ড, দীপালোক একাডেমী অংশ গ্রহণ করে।