বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল আসরের নামাজের পর সাতক্ষীরা শহর ছাত্রদল এবং সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে শহরের একটি মসজিদে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কমল ফকির,
মির্জা অর্ঘ্য, সাতক্ষীরা শহর ছাত্র দলের আহবায়ক আইয়ুব আলী, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক রাজিউল ইসলাম,
সদস্য সচিব মেহেদী হাসান। এছাড়া পৌর ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি বাদসা সাধারণ সম্পাদক শিহাব, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি রিফাত, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি, ৪ নম্বরের সাংগঠনিক সম্পাদক নাইন এবং ছাত্রনেতা শ্রাবন উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি