আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে চোরাই ও রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে থানা পুলিশ। সমগ্ৰ দেশে একযোগে পরিচালিত অভিযানের অংশ হিসেবে গত ২২জুন
বুধবার থেকে আশাশুনি উপজেলার বিভিন্ন সড়কে এবং মোড়ে মোড়ে থানা পুলিশকে তৎপর থাকতে দেখা গেছে।
অভিযানে মোটরযান আইনে জরিমানা ও মামলার সংখ্যাও বাড়ছে। থানা পুলিশের বক্তব্য মতে, এ অভিযানের মূল উদ্দেশ্য মামলা নয় বরং জনগণকে সচেতন করা।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম বলেন,
জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল, লাইসেন্স বিহীন চালকসহ ট্রাফাক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি।
আশাশুনিতে চোরাই ও অবৈধ মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলক কম। তবে ড্রাইভিং লাইসেন্স বা হেলমেট না ব্যবহার করার অপরাধ এবং ট্রাফিক আইন অমান্য করার অপরাধে মামলা দেওয়া হচ্ছে।
নিয়মিত অভিযান চালু থাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর প্রবনতা ও রাস্তায় অবৈধ যানবাহনের সংখ্যাও কমতে দেখা গেছে।