নিজস্ব প্রতিনিধি : গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ে ৩ টি পদে নিয়োগ পরীক্ষার আগেই ১৫ লক্ষ টাকার অর্থ বানিজ্য অভিযোগ করা হয়েছে জেলা প্রশাসক বরাবর।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান বাদী হয়ে ৬ জুলাই বুধবার জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ করে।
অভিযোগে উল্লেখ আছে আয়া, অফিস সহায়ক ও পরিচ্ছন্ন কর্মী এ ৩ টি পদের বিপরীতে নয়ন দাসের কন্যা নীলা রাণী, দীনবন্ধু সানার পুত্র সুমন সানা এবং ভূমেন্দ্র দাসের পুত্র সুজন দাসকে নিয়োগ দেবে বলে তাদের নিকট হতে ১৫ লক্ষ টাকা প্রধান শিক্ষক ও আশুতোষ দাশ হাতিয়ে নিয়েছে।
অন্য আবেদনকারীরা এ কথা জানতে পেরে পরীক্ষায় অংশ গ্রহণ করবেনা বলে সিদ্ধান্ত নেয়। এদিকে অন্য আবেদনকারীরা পরীক্ষায় অংশ নেবেনা সভাপতি ও প্রধান শিক্ষক জানতে পেরে পরীক্ষায় প্রক্সি দেয়ার জন্য আশাশুনির বুধহাটা রূপালী ব্যাংকে নামখস্তে কয়েকজনের নামে পে অর্ডার উত্তোলন করেছে বলে অভিযোগে জানা যায়। নিয়োগ পরীক্ষা যাচাই-বাছাই করে মেধা অনুযায়ী যোগ্য প্রার্থী নেয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকার সচেতন মহল। ##