আসাদুজ্জামান : জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটির কারণে দুই দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। এর ফলে আজ বৃহস্পতি ও আগামীকাল শুক্রবার বন্ধ থাকবে এ বন্দরের সকল ধরণের আমদানি-রপ্তানি বানিজ্যিক কার্যক্রম। আগামী শনিবার থেকে স্বাভাবিক ভাবে চলবে বন্দরের কার্যক্রম।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে শুক্রবার ভোমরা স্থলবন্দরের সকল ধরণের আমদানি-রপ্তানি বানিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার থেকে আবারো শুরু হবে বন্দরেনর আমদানি-রপ্তানি কার্যক্রম ।
তবে, পাসপোর্ট ধারী যাত্রী পারাপার করোনা প্রতিরোধের শর্ত সাপেক্ষে স্বাভাবিক থাকবে বলে জানালেন ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন ওসি মাজরিহা হোসাইন।