শ্যামনগরের বুড়িগোয়ালিনিতে পারটিসিপেটরি রেজিলে¯œ এ্যাকশন প্লান মিটিং
শ্যামনগরের বুড়িগোয়ালিনিতে পারটিসিপেটরি রেজিলে¯œ এ্যাকশন প্লান মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান আলহাজ্ নজরুল ইসলাম।
উন্নয়ন সংস্থা প্রেরণা ও নওয়াবেকী গণমুখি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মিটিংয়ে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের সচিব ও সকল মেম্বরবৃন্দ।
মিটিং এ উক্ত ইউনিয়নের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানের রাস্তাঘাট, বাধ, ড্রেন, বিশুদ্ধ পানির ফিল্টার প্রভৃতি নির্মাণ ও সংস্কার এর বিষয়ে আলোচনা করা হয়।
ইউনিয়ন পরিষদ কর্তৃক গৃহিত বার্ষিক উন্নয়ন প্রকল্পগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতে উন্নয়ন সংস্থা প্রেরণা ও নওয়াবেকী গণমুখি ফাউন্ডেশন যৌথভাবে কাজ করছে। সে লক্ষে অনুষ্ঠিত মিটিং আলোচনান্তে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাস্তা সংস্কার এবং ১নং ওয়ার্ডের ড্রেন সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি