জুলফিকার আলীঃ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের দক্ষিণ তলুইগাছায় শরীকের জমি আত্মসাতের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায় ইউনিয়নের দক্ষিণ তলুইগাছা গ্রামের আলহাজ্ব আহমাদ আলী গাজী, তমিজ উদ্দিন ও রফিউদ্দিন গাজী তার চাচা হাজী মনির উদ্দিন গাজী মৃত্যুর পর ১৯৮৭ ইং সাল হইতে ১৯৯০ সালে মাঠ জরিপে তলুইগাছা,ভবানীপুর ও বাঁশদহা মৌজায় মোট ৬ খতিয়ানের ১১ দাগ ২ একর ৬৪ শতক জমি নতুন হাল খতিয়ান করে নিজেদের নামে রেকর্ড করে নেয়। যার প্রকৃত এস এ সূত্রের রেকর্ডীয় মালিক হাজী মনির উদ্দিন গাজী।
তলুইগাছা মৌজায় হাল ১৩১ নং খতিয়ানে তিন দাগে ৫৩ শতক জমি, একই খতিয়ান ১ দাগ ৮২ শতক জমির মধ্যে ৪১ শতক, ভবানীপুর মৌজায় হাল ১৮৮ নং খতিয়ানের ২ দাগে ৬৪ শতক, বাঁশদহা মৌজায় হাল ৩১৩ নং খতিয়ান ২ দাগে ৩১ শতক, তলুইগাছা মৌজায় হাল ১৩৫ নং খতিয়ান ১ দাগে ৩১ শতক,একই মৌজায় হাল ১৩৬ নং খতিয়ান ১ দাগে ২৫ শতক, একই মৌজায় ৪৭০ নং খতিয়ানের হাল ১ দাগে ১৯ শতক জমি মোট ২ একর ৬৪ শতক জমি বিভিন্ন কৌশলে রেকর্ড করে নেন তারা ।
এ বিষয়ে রফিউদ্দিন গাজীর সাথে মুটো ফোনে জানতে চাইলে তিনি বলেন,মনির উদ্দিন আমার আপন চাচা আমার এত জায়গা জমি দেখিনা এত বুঝি না। স্থানীয় ৯ নং ওয়ার্ড তলুইগাছা ইউপি সদস্য শাহজাহান আলী তার কাছে জানতে চাইলে তিনি বলেন,আমার জানামতে এস এ রিকার্ডীয় মালিক মনির উদ্দিন।