নিজস্ব প্রতিনিধি :
শ্যামনগরের নরেন্দ্র মুন্ডা হত্যার দ্রুত বিচার বাস্তবায়ন ও দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির নেতৃবৃন্দ।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির আহবায়ক অধ্যক্ষ আশেক ই এলাহি, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, ডাঃ সুশান্ত কুমার ঘোষ, এড. মনিরউদ্দীন, জি এম মনিরুজ্জামান, সদস্য সচিব আলীনুর খান বাবুল প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ শ্যামনগর উপজেলায় আদিবাসি মুন্ডাদের উপর ভুমিদস্যুরা হামলা চালিয়ে নরেন্দ্র নাথ মুন্ডাকে হত্যা করে এবং জোর পূর্বক তাদের জমি দখল, জাল কাগজ পত্র তৈরি করে যারা মুন্ডা সম্প্রদায়ের জমি নিজেদের বলে দাবি করছে সেই সকল জমির দলিল বাতিল করা, নরেন্দ্র নাথ মুন্ডার হত্যাকান্ডের মামলাটি গুরুত্ব সহকারে দেখা এবং দ্রুত মূল আসামিদের গ্রেফতার। সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের কনারডাঙ্গা মন্দিরে মুর্তি ভাংচুর, তালা উপজেলার সরুলিয়ায় শত বছরের পুরনো আশ্রমের জায়গা দখল করে দোকান নির্মাণের বিষয়সহ আগামী অক্টোবর মাসে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা সুষ্ঠ ভাবে পালন করতে পারে সেই জন্য সকল পুজাম-প গুলিতে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান।
মতবিনিময়কালে জেলা প্রশাসক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং তিনি বলেন আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের জমি বিষয় নিয়ে ইতোমধ্যে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়া নির্দেশ দিয়েছেন। এছাড়া নরেন্দ্র নাথ মুন্ডার হত্যাকান্ডের মূল আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য তিনি পুলিশ সুপারের সাথে কথা বলবেন। সরুলিয়ার আশ্রমের জায়গা বিষয়ে আশ্রম কমিটিকে আবেদন করার জন্য বলেন। এছাড়া সাতক্ষীরাতে সাম্প্রদায়িক সহিংসতা কোন মহল যাতে করতে না পারে এবং সংখ্যালঘু সম্প্রদায় সুষ্ঠু ভাবে দূর্গা পুজা করতে পারে সেই ব্যাপারে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।