জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেককাটা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর বুধবার জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে খুলনা রোড মোড়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন,
জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ সরদার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসির সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি,
শেখ আজাদুল ইসলাম, কাজী আখতারুজ্জামান মহব্বত, শেখ শফিউল ইসলাম, জাকির হোসেন টিটু, আব্দুল আজিজ বাবু, মিজানুর রহমান, বাসুদেব, নাসির উদ্দিন, রুবেল হোসেন, শিমুল হোসেন, সাইফুল হোসেন প্রমুখ ।
আরো উপস্থিত ছিলেন ইশারাত আলী, আলমগীর হোসেন, আজারুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভায় সকল নেতৃবৃন্দই বলেন যে, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা দাবিদাওয়া বাস্তবায়ন এবং আন্দোলনের নামে জামায়াত-বিএনপির ভাংচুর, দেশব্যাপী নৈরাজ্যসহ ধ্বংত্মাক কর্মকান্ডের বিরুদ্ধে সকলেই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় এই শ্রম বান্ধব সরকার গঠন হবে এটাই হোক জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার।
আলোচনা সভা শেষে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ও কেক কাটা হয়। প্রেস বিজ্ঞপ্তি