এই কয়দিন আগে এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরেছিল ব্রাজিল। নেইমারকে ছাড়া সেই ম্যাচে ১-০ গোলে পরাজিত হয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। যে মেলবোর্নে মেসিদের কাছে হেরেছিল, সে মাঠেই স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় ঘরে তোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচে ব্রাজিলের জয়ে জোড়া গোল করেন থিয়েগো সুজা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে অন্য দুটি গোল করেন থিয়াগো সিলভা ও তাইসন।
গত শুক্রবার এই অস্ট্রেলিয়াতেই আর্জেন্টিনার কাছে এক গোলের ব্যবধানে হেরেছিল ব্রাজিল। তাই হয়তো এদিন তারা অস্ট্রেলিয়াকে পেয়ে ঝাঁপিয়ে পড়ে। গোলের দেখা পেতেও খুব একটা সময় লাগেনি, ম্যাচ শুরুর ১০ সেকেন্ডের মাথায় এগিয়ে যায় তারা দিয়েগো সুজার চমৎকার একটি গোলে।
৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা, ৭৫ মিনিটে তাইসন ব্রাজিলের পক্ষে তৃতীয় গোল করেন। অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেন সুজা। এটি দলের দলের পক্ষে চতুর্থ এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল।
নিজেদের মাঠে খেললেও অস্ট্রেলিয়া পারেনি এমন কোনো সুযোগ তৈরি করতে যা দ্বারা সম্ভব হতো প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙা।