দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় অনগ্রসর জাতীগোষ্টি ঋষি, কাহার, জেলে, ধোপাসহ বিভিন্ন পিছিয়ে থাকা পরিবারের শিশুদের শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ যাচাই-বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে শিক্ষার্থী বাছাই করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সমাজসেবা অফিসের অফিস সহায়ক মঈনুল ইসলাম সহ আবেদনকারী ও তাদের অভিভাবকগন।
এতে প্রাথমিক পর্যায়ে ২৩ জন আবেদনকারীর মধ্যে ৬ জনকে বাছাই করা হয়। এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ জন এবং উচ্চতর পর্যায়ে ৭ জনের মধ্যে ৫ জনকে চুড়ান্ত করা হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের অধিনে পিছিয়ে থাকা জনগোষ্টির শিশুদের শিক্ষায় আগ্রহ বাড়াতে এ কর্মসূচি পরিচালিত হয়।