জাতীয় শ্রমিক ফেডারেশন মাগুরা ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় মাগুরা আইডিয়াল মহিলা কলেজে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মফিজুল ইসলাম শেখ।
প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মহিবুল্লাহ মোড়ল।
প্রধান বক্তা ছিলেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি ফাহিমুল হক কিসলু। বিশেষ অতিথি ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য ময়নুল হাসান, জেলা কমিটির সদস্য আব্দুল জলিল মোড়ল, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দিন মোড়ল, খেতমজুর ইউনিয়নের সভাপতি হাফিজুল ইসলাম, মাগুরা ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সুজায়েত, যুব মৈত্রীর সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মোট শ্রমিকের প্রায় ৯২ শতাংশ শ্রমিকের প্রাতিষ্ঠানিক কোন স্বীকৃতি নেই। শ্রমিকদের রোগ বালাই, শিক্ষা, স্বাস্থ্য দুর্ঘটনা ও মৃত্যুর সময় মানুষের দয়ার উপর নির্ভর করতে হয়। শ্রমিকদের সামাজিক সুরক্ষার কোন ব্যবস্থা নেই। শ্রমিকদের কর্মের নিরাপত্তা নেই। নিয়োগপত্র নেই। শ্রমিকের মান সম্মত মজুরি নির্ধারণ, কর্মঘণ্টা, ছুটি, বিশ্রাম ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও কল্যাণ কার্যক্রমের মত বিষয় থাকলেও অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রম আইনের অন্তর্ভূক্ত করা হয়নি। সে কারণে এই সম্মেলন থেকে শ্রমিকদের নায্য মজুরি, নিরাপত্তা,স্বাস্থ্য শিক্ষা, চিকিৎসাসহ শ্রমিকদের সকল অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
সম্মেলনে শেখ মফিজুল ইসলামকে সভাপতি ও আলতাফ গাজীকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আজিবর বিশ^াস, শহীদুল সরদার, সহ-সাধারণ সম্পাদক রফিকুল বিশ^াস ও সবুর পাড়, সাংগঠনিক সম্পাদক আলম সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক ভদ্র মন্ডল, প্রচার সম্পাদক মোসলেম মিস্ত্রি, দপ্তর সম্পাদক আলম। সদস্যরা হলেন, আফাজ উদ্দিন মোড়ল, উজ্জ্বল দেব নাথ, সাইফুল মোল্ল্যা, আশিতোষ রায়, নিজাম সরদার, আল আমিন শেখ, বাদল মল্লিক। প্রেস বিজ্ঞপ্তি