দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ২৯ নভেম্বর, ২২ ইং সকাল সাড়ে ১০ টায় আইন-শৃঙ্খলা, বালু উত্তোলন, সন্ত্রাস, বাল্যবিবাহ নারী ও শিশু নির্যাতন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। এসময় অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমন্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, পল্লী বিদ্যুতের এজিএম জহিরুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, টাউনশ্রীপুর বিজিবি কমান্ডার সাহেব আলী, ভাতশালা কমান্ডার খায়রুল আলম, শাখরা কমান্ডার নূরুল ইসলাম, দেবহাটা কমান্ডার খান বাবুল ইসলাম, খাঁনজিয়া কমান্ডার রুহুল আমিন, উপজেলা বন বিভাগের কর্মকর্তা আওছাফুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার কামাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহান, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় আইন-শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস, বাল্যবিবাহ নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, বালু উত্তোলনের ফলে দেবহাটা থানা ও আশেপাশের এলাকায় ভাঙ্গন ধরেছে এর প্রতিরোধ করা দরকার। এছাড়া খলিশাখালী থেকে ভুমিদস্যুদের উচ্ছেদ করায় সাতক্ষীরা পুলিশ সুপার ও দেবহাটা থানা পুলিশকে সভার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।