নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার উত্তর কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচলনা কমিটি থেকে দুর্নীতিবাজ বিদ্যুৎসাহী সদস্য সাইফুল ইসলামকে অপসারণের দাবিতে গণস্বাক্ষরিত আবেদন জমা দিয়েছেন বিদ্যালয়টিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবকেরা।
শনিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উত্তর কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানের কাছে এ আবেদনপত্র জমা দেন তারা।
আবেদনপত্রে অভিভাবকেরা উল্লেখ করেছেন, স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজপোর্টালে প্রকাশিত সংবাদের মাধ্যমে তারা জানতে পেরেছেন উত্তর কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য সাইফুল ইসলাম একজন প্রতারক ও দুর্নীতিবাজ। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের মত পবিত্র প্রতিষ্ঠান পরিচলনা কমিটি থেকে অনতিবিলম্বে এই দুর্নীতিবাজকে অপসারণের দাবি জানিয়েছেন তারা।
প্রসঙ্গত, গত ১৯ ও ২০ জানুয়ারি স্থানীয়, আঞ্চলিক দৈনিকসহ কয়েকটি অনলাইন নিউজপোর্টালে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভর্তির নামে এক অভিভাবকের কাছ থেকে সাইফুল ইসলামের ২০হাজার টাকা আত্মসাতের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদ প্রকাশের পর থেকে স্থানীয়দের মাঝে বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে এমন দুর্নীতিবাজের উপস্থিতি নিয়ে সমালোচনার ঝড় বইছে।