আবু ছালেক: মঙ্গলবার সকাল ১০ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়াই সিডো সংস্থার আয়োজনে যুব নেতৃত্বে কৃষিখাতে রাসায়নিক ও জৈব সার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে, একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায়, একশন ফর ট্রান্সফরমেশন (এফরটি) প্রকল্পের আওতায়, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের পশ্চিম জোড়দিয়া এলাকার কৃষক নারী পুরুষ ও যুবদের নিয়ে “যুব নেতৃত্বে কৃষিখাতে রাসায়নিক ও জৈব সার ”ব্যবহার বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্মার্ট ইউনিয়ন ফিংড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বর, সাংবাদিক মো: আবু ছালেক
তিনি বলেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশের শতকরা ৮০ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কালের বিবর্তনে কৃষির অনেক আধুনিকায়ন হয়েছে । এই আধুনিকায়নের ফলে মাটির উর্বরতা ও চাষ পদ্ধতি দিন দিন পরিবর্তিত হচ্ছে। জৈব সারের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে রাসায়নিক ও কীটনাশক। অধিক ফলন ও দ্রুত ফসল উৎপাদনের জন্য কৃষকরা বিভিন্ন ধরনের রাসায়নিক ও কীটনাশক ব্যবহার করছেন। ক্যাম্পেইন চলাকালীন তারা টেকসই ও পরিবেশবান্ধব চাষাবাদের বিষয়ে সচেতনতা তৈরী করতে এবং তাদের নিজস্ব প্রেক্ষাপটে পরিবেশ দূষন কমানোর জন্য কীটনাশক এড়ানো এবং পেশাদার চাষের জন্য জৈব কম্পোষ্ট সার ব্যবহার করার বিষয়ে আলোচনা করেন। এছাড়া ও রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার প্রয়োগের মাধ্যমে কৃষি পন্য উৎপাদন বৃদ্ধি নিয়ে ও আলোচনা করা হয়।
ক্যাম্পেইনের মুল উদ্দেশ্য ছিল কৃষকরা রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে এবং ভার্মি কম্পোস্ট সার তৈরীর পদ্ধতি সম্পর্কে জ্ঞান প্রদান করা। রাসায়নিক ও কীটনাশকের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে বুঝানো এবং জৈব সারের ইতিবাচক দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। ক্যাম্পেইন শেষ পর্যায়ে উপস্থিত কৃষকরা রাসায়নিক সার ব্যবহার কমানো ও ধীরে ধীরে জৈব ব্যবহার করার জন্য সকলেই অঙ্গিকার করেন।
সমগ্র ক্যাম্পেইনটিতে উপরোক্ত বিষয়ের উপর আরো আলোচনা করেন ফিংড়ী ইউনিয়নের উপ-সহকারী-কৃষি অফিসার মিসেস আইরিন সুলতানা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিডো সংস্থার প্রধান নির্বাহী, জনাব শ্যামল কুমার বিশ্বাষ, প্রকল্প সমন্বয়কারী, মো: তহিদুজ্জামান তহিদ, প্রোগ্রাম অফিসার, চন্দ্রশেখর হালদার, সততা যুব সংঘের সদস্যবৃন্দ।শেষে সকল কৃষক অঙ্গিকার করেন আর রাসায়নিক সার ব্যাবহার করিব না, এখন থেকে নিজেদের উৎপাদিত জৈব সার ব্যাবহার করে অধিক ফসল ঘরে উঠাবো,তবে সিডো সংস্হার উদ্যোগ সফল হোক এটাই কামনা করেন সকল কৃষক।