নিজস্ব প্রতিনিধি :
তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোর্তজা আলম লিটনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সোলায়মান আহম্মেদ।
বক্তব্য রাখেন মুনসুর আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন, এলাকাবাসী শেখ শওকত আলী, মোসলেম উদ্দীন, গফফার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল প্রতিষ্ঠানের ২০ লক্ষাধিক টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের সাথে জড়িত। এর প্রতিবাদ করায় সহকারী শিক্ষক মোর্তজা আলম লিটনের উপর ক্ষিপ্ত হয় প্রধান শিক্ষক রেজাউল এবং সভাপতি মনিরুল ইসলাম। প্রকৃতপক্ষে দুইজনের পাতানো চক্রান্তে আজিজুল ইসলামের কন্যাকে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বক্তারা অবিলম্বে মোর্তজা আলম লিটনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট