কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটার পল্লীতে জমিজমার বিরোধে প্রতিপক্ষের মারপিটে ৫জন হাসপাতালে ভর্তি হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী হয়েছেন দক্ষিণ পারুলিয়া গ্রামের আছের আলী গাজীর স্ত্রী রীনা খাতুন (৫০)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিবাদী ১। কায়েস হোসেন (২৮), ২। ইমন হোসেন (২২) ৩ । ইদ্রিস আলী (৩৫), ৪। আইয়ুব হোসেন (২৬), ৫। কামাল হোসেন (২৪) সর্ব পিতা- মৃত শেখ এরশাদ আলী, সাং- চাঁদপুর শেখপাড়া, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাদের সাথে আমি পূর্বে থেকেই বিবাদীদের সাথে বাদীর ভাই জাহাঙ্গীর হোসেনদের দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতা আছে। উক্ত শত্রুতার জের হিসেবে বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলমান আছ ।
বিবাদীরা বাদীর ভাই, ভাবিসহ পরিবারের সকল লোকজনদেরকে খুন জখমসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার অশুভ উদ্দেশ্যে গত ইং ০২/০৬/২০২৩ তারিখ সকাল সাড়ে ৬ টার সময় বাদীর ভাইদের ক্রয়কৃত জমিতে লাগানো কলাগাছ থেকে ১ নং আসামী কায়েস হোসেন জোর পুর্বক কলা কাটতে শুরু করে।
তখন বাদীর ভাই জাহাঙ্গীর হোসেন আসামী কায়েসকে কলা কাটতে নিষেধ করলে বিবাদী কায়েস তার হাতে থাকা ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর ভাই জাহাঙ্গীরের মাথা লক্ষ্য করে কোপ দিলে গুরুতর কাটা জখম হয়। তখন জাহাঙ্গীরের চিৎকারে বাদীসহ তার অন্যান্য ভাই হাফিজুর রহমান, তৌহিদুর রহমান ও ভাবি খাদিজা খাতুনগন দৌড়ে গিয়ে বিবাদীর হাত থেকে ভাই জাহাঙ্গীর হোসেনকে রক্ষা করতে গেলে অন্যান্য বিবাদীরাও হাতে ধারালো দা, লোহার রড, বাশের লাঠিসহ ঘটনাস্থলে এসে বেধড়ক মারপিট শুরু করে।
এতে বাদীর ভাই জাহাঙ্গীর, হাফিজুর, ভাবি খাদিজাসহ ৫জন মারাত্মক আহত হলে তাদেরকে প্রথমে সখিপুর হাসপাতাল, পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঘটনায় রীনা খাতুনের দেবহাটা থানায় দায়েরকৃত মামলা নং- ১, তাং- ০২-০৬-২৩ ইং। আসামীদের দ্রুত গ্রেফতার ও এধনের অপরাধের জন্য বাদী ও তার পরিবারের পক্ষ থেকে সঠিক বিচার করার দাবী জানানো হয়েছে।