প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরায় উপ-পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর, খামারবাড়ীতে যুব নেতৃত্বে জলবায়ূ পরিবর্তনজনিত বিপদাপন্নতা মোকাবেলায় স্থানীয় প্রশাসন, সরকারী কর্মকর্তা, স্থানীয় সরকার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০ টায় সাতক্ষীরায় উপ-পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর, খামারবাড়ীতে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বে জলবায়ূ পরিবর্তনজনিত বিপদাপন্নতা মোকাবেলায় এডভোকেসি সভায় প্রধান নির্বাহী, সিডো, সাতক্ষীরা, শ্যামল কুমার বিশ^াস সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, সাতক্ষীরা সদর, মো: আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা মো: হুমায়ূন কবির, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা, সরদার শরীফুল ইসলাম, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরা মো: রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক রেড ক্রিসেন্ট সাতক্ষীরা সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।
উপস্থিতি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাতক্ষীরা সদর কোহিনুর ইসলাম, পৌর কাউন্সিলর (৯ নং ওয়ার্ড) শফিকউদদ্দৌলা সাগর, পানি উন্নয়ন বোর্ড সহকারী প্রকৌশলী ওবায়দুল হক মল্লিক, নির্বাহী পরিচালক স্বদেশ মাধব চন্দ্র দত্ত, হেনরী সরদার, সাংবাদিক সরদার আসাদুজ্জামান ও যুব সদস্যবৃন্দ।
এডভোকেসি সভার উদ্দেশ্য পরিস্থিতি বিশ্লেষণ করে এবং গত বছরের পিভিএ রিপোর্ট পর্যালোচনা করে প্রস্তুত করে এডভোকেসি সভায় উপস্থাপন করা। জলবায়ূ দুর্বলতা মোকাবেলায় প্রাসঙ্গিক জনসেবা প্রদানকারী কর্তৃপক্ষ দ্বারা কিছু সংশোধনমুলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। পরিবেশগত বিপর্যায় রোধে যুব চাহিদা যথাযথ উপস্থাপনের জন্য অনুকুল পরিবেশ নিশ্চিত করা।
মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের কার্যক্রম প্রেজেন্টেশন প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ) ও জলবায়ূ পরিবর্তনজনিত বিপদাপন্নতা মোকাবেলা বিশ্লেষণের রিপোর্ট ও সুপারিশমালা উপস্থাপন করেন সাতক্ষীরা ইয়ূথ হাবের কো-অর্ডিনেটর, মাসুদ রানা ।
বক্তব্য রাখেন প্রান্তিক যুব সংঘের শরিফুজ্জামান, ইয়ূথ হাব সাতক্ষীরা সুজিত পাল ও ইয়ূথ পিয়ার গ্রুপ ফেলো বৈশাখী সুলতানা।