নিজস্ব প্রতিনিধি ঃ দেশব্যাপি কর্মসুচির অংশ হিসেবে সংখ্যালঘু সুরÿা আইন প্রণয়নসহ তিন দফা দাবিতে বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদের সাতÿীরা জেলা শাখা মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টায় সাতÿীরা প্রেসক্লাবের সামনে উক্ত কর্মসুচি পালিত হয়।
বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদের সাতÿীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠণটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সহসভাপতি স্বপন কুমার শীল, বাসুদেব সিংহ, রঘুজিৎ গুহ, বিকাশ চন্দ্র দাস, অধ্যÿ শিবপদ গাইন, বিশ্বরুপ সানা প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এদেশে বসবাসকারি হিন্দু, মুসিলম, বৌদ্ধ, খ্রীষ্টান সকলে অংশ নিয়েছিলো। ৩০ লাখ শহীদের মধ্যে হিন্দুরাও ছিল।
অথচ স্বাধীনতার ৫৩ বছর পরেও হিন্দুরা অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত ও নিষ্পেশিত। ২০০৮ সালে নির্বাচনী ই¯েÍহারে বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামকে রাষ্ট্রধর্মের পরিবর্তে ১৯৭২ সালের সংবিধানে ফিরিয়ে আনার প্রতিশ্রæতি দিয়েছিল। ১৯১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘু সুরÿা আইন সংসদে পাশ, দেবোত্তর বোর্ড গঠণ ও হিন্দু ফাউÐেশন বা¯Íবায়নসহ সাতদফা দাবি বা¯Íবায়নের প্রত্যয় ব্যক্ত করেছিলো।
দূঃখের বিষয় গত সাড়ে ১৪ বছরেও আওয়ামী লীগ তাদের ই¯েÍহার অনুযায়ী হিন্দুদের অধিকার রÿায় কাজ করেনি। এরফলে হিন্দুদের জমি দখল, নাবালিকা মেয়েদের ফুসলিয়ে নিয়ে আইন বহির্ভুতভাবে ধর্মান্তরকরন, হিন্দুদের উপর হামলা, মন্দির ও প্রতিমা ভাঙচুর, ধর্ম অবমাননার অভিযোগ এনে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও মিথ্যা মামলা দেওয়ার ঘটনা চলছে। অধিকাংশ ÿেত্রে হিন্দু নির্যাতনের ঘটনায় ন্যয় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না। বক্তারা এ সময় আগামি সংসদীয় নির্বাচনের আগে বর্তমান সরকারের কাছে সংখ্যালঘু সুরÿা আইন প্রণয়নসহ তিনদফা দাবী মানার জোর দাবী জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন।##