ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনূর্ধ্ব ১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৫০ মিনিটের খেলায় রসুলপুর ফুটবল একাডেমী বনাম চালতেতলা ফুটবল একাডেমী অংশ গ্রহন করে। খেলায় কোন পক্ষ গোল করতে না পারায় টাইব্রেকারে খেলাটি নিষ্পত্তি হয়।
টাইব্রেকারে ৪-২ গোলে রসুলপুর ফুটবল একাডেমীকে হারিয়ে চালতেতলা ফুটবল একাডেমী চ্যাম্পীয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ
সম্পাদক মো. সাঈদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, বিশিষ্ট খেলোয়াড় ইমদাদুল হক খান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, জেলা রেফারি এ্যাসোসিয়েশনের সদস্য নজমুচ্ছায়াদাত পলাশ, আবু ওহিদ বাবলু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নিবাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।