প্রেস বিজ্ঞপ্তিঃ সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কামালনগরস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় বক্তব্যে রাখেন, জেলা ভুমিহীন সমিতির সহ সভাপতি গোলাম রসুল রাসেল, আনারুল ইসলাম রনি, মফিজুর রহমান, আদিত্য মল্লিক। আলোচনা সভায় বক্তারা বলেন, জেলায় এখনো শত শত ভুমিহীন পরিবার রয়েছে।
কিন্তু জেলার সংশ্লিষ্টরা ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন। ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানান জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ।
এসময় জেলা ভুমিহীন সমিতির অর্থ সম্পাদক আব্দুল আলিম, আনারুল ইসলাম, জিএম রেজাউল করিম রেজা, ডাঃ হাবিব, নাজমা খাতুন, বাপ্পি, সোহরাব হোসেন, ইউসুফ, শেখ রিয়াজুল ইসলাম, ময়নাসহ জেলা ও উপজেলা পর্যায়ের ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।