গত ০৪/১১/২০২৩ ইং তারিখ রোজ শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা সরকারী উচ্চ বালক বিদ্যালয় ময়দানে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা সাংগঠনিক জেলার উদ্যোগে এক বিশাল ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মাও: আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, গবেষক, বহু গ্রন্থপ্রণেতা, রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক প্রফেসর ও আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ এর আমীর ড. মুহা: আসাদুল্লাহ আল গালিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারী অধ্যাপক মুহা: নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহা: সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহা: সাখাওয়াত হোসেন, হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ সাকিব, যুব বিষয়ক সম্পাদক মো: আব্দুর রশীদ আকতার, আহলেহাদীছ পেশাজীবী ফোরামের সভাপতি ডা: শওকাত হাসান, ড. মুহা: কাবীরুল ইসলাম, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের সভাপতি মুহা: শরীফুল ইসলাম মাদানী,আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ মুহা: রফিকুল ইসলাম, মাওলানা মুহা: আব্দুল মান্নান, প্রিন্সিপাল আজিজুর রহমান, মাওলানা সোহেল বিন আকবর মাদানী প্রমুখ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন পিস টিভি বাংলার আলোচক মাওলানা জাহাঙ্গীর আলম ইসলাহী। এছাড়া আরো বক্তব্য রাখেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. গালিব বলেন, “বর্তমান দ্ব›দ্বসংঘাতময় বিশে^ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, বিশেষত ফিলিস্থিনের উপর ইসরাঈরের বর্বর আগ্রাসন মানব সভ্যতার ইতিহাসে কলংকজনক অধ্যায়। জাতীয় রাজনীতিতে ক্ষমতার লিপ্সা জাতিকে দ্বিধাবিভক্ত করেছে। মানবতার ধর্ম ইসলাম দুনিয়াবী প্রতিহিংসার উর্দ্ধে উঠে মানবিক গুনাবলীর বিকাশের আহŸান জানায়। তাই আসুন আমরা বিশ^ ¯্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত সর্বশেষ অহীর বিধান তথা পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে পরকালিন মুক্তির লক্ষে কাজ করি। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদক বিরোধী পদক্ষেপ, গ্রহণ এবং ফিলিস্তিনের নির্যাতিত নিপিড়ীত নির্বিচারে গণহত্যার স্বাকীর অসহায় মুসলমানদের পক্ষ অবলম্বন করায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সাথে সাথে প্রধানমন্ত্রী কোরআন ও হাদীছ বিরোধী কোন আইন পাশ করা হবে না মর্মে যে অঙ্গীকার করে ছিলেন তা অবিলম্বে বাস্তবায়নের জোরালো আহŸান জানান। প্রেস বিজ্ঞপ্তি