বরূপে ফিরলেন ক্রিস্তিয়ানো রোনালদো। অধিনায়কের ছন্দে ফেরার দিনে পর্তুগালও জয় নিয়ে ছেড়েছে মাঠ। রিয়াল মাদ্রিদ তারকার একমাত্র লক্ষ্যভেদে স্বাগতিক রাশিয়াকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগিজরা। এই জয়ে কনফেডারেশনস কাপে প্রথম জয় পেল ইউরোপ চ্যাম্পিয়নরা, তাতে ‘এ’ গ্রুপের শীর্ষস্থানটাও দখল করেছে রোনালদোর পর্তুগাল।
রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতে কনফেডারেশনস কাপের মিশনে নেমেছেন রোনালদো। মেক্সিকোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি চারবারের ব্যালন ডি’অর জয়ী। দুর্দান্ত ফুটবল খেলেও মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয় পর্তুগালকে। কাজানের ওই ম্যাচে গোলহীনভাবে কাটানো রোনালদো রাশিয়াকে পেয়েই উঠলেন জ্বলে। ম্যাচ ঘড়ির অষ্টম মিনিটে লক্ষ্যভেদ করে সেলেকাওদের নেন এগিয়ে। শেষ পর্যন্ত রিয়াল উইঙ্গারের গোলটাই গড়ে দেয় ম্যাচের ফল।
স্বাগতিক রাশিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। ফলও পেয়ে যায় দ্রুত। অষ্টম মিনিটে দুর্দান্ত এক হেডে ইউরোপ চ্যাম্পিয়নদের এগিয়ে নেন অধিনায়ক রোনালদো। বাঁ প্রান্ত থেকে রাফায়েল গুয়েরেইরোর বাড়ানো লম্বা ক্রস ছোট বক্সের ভেতর থেকে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন রিয়াল মাদ্রিদ তারকা।
দ্বিতীয় গোলও পেয়ে যেতে পারতেন রোনালদো। ৩২ মিনিটে তৈরি করা সুযোগটা যদিও কাজে লাগেনি। একক প্রচেষ্টায় রাশিয়ার এক ডিফেন্ডারকে বোকা বানিয়েছিলেন বক্সের ভেতর, এরপর ডান প্রান্ত থেকে নেওয়া তার জোরালো শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন রাশিয়ান গোলরক্ষক ইগোর আকিনফেভ। গোল শোধে মরিয়া রাশিয়া প্রথমার্ধে সবচেয়ে ভালো সুযোগ পেয়েছিল ৪১তম মিনিটে। যদিও আলেক্সান্দার গোলোভিনের নিচু ক্রস ফাঁকায় দাঁড়ানো ফেদোর স্মলোভ পেলেও কাজে লাগাতে পারেননি।
দ্বিতীয়ার্ধে হয়েছে জমজমাট লড়াই। স্বাগতিকদের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছে পর্তুগাল। অবশ্য গোলের দেখা না পেলেও অষ্টম মিনিটে দেওয়া রোনালদোর গোলটাই স্বস্তির জয় এনে দেয় তাদের। এই জয়ে দুই ম্যাচ শেষে পর্তুগাল ৪ পয়েন্ট নিয়ে বসেছে ‘এ’ গ্রুপের শীর্ষে। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রাশিয়া। গোল ডটকম