নিজস্ব প্রতিনিধি : মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করায় দুর্নীতিবাজ সাতক্ষীরা জজকোর্টের পিপি লতিফ ওরফে খাটাল লতিফ এর অপসারনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের আয়োজনে রোববার বেলা ১১টায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা ভবন সড়কের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নূরুল আলম, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুচ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীনসহ শতাধিক বীর মুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, লতিফ ওরফে খাটাল লতিফ পিপির পদ ব্যবহার করে নানা অনিয়ম করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্পর্কেও নানা আপত্তিকর মন্তব্য করেন।
লতিফের পিপি হওয়ার যোগ্যতা না থাকলেও অবৈধ অর্থের বিনিময়ে ওই পদটি হাতিয়েছেন তিনি। তার কাছে রাষ্ট্র, মুক্তিযোদ্ধা এবং দেশের মানুষ কেউ নিরাপদ নন। আমরা অবিলম্বে লতিফের পিপি পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি।
এদিকে, মানববন্ধনের খবর পেয়ে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেন পিপি এড. আব্দুল লতিফ। সেখানে তিনি বলেন মুক্তিযোদ্ধারা মাহমুদ এলাকার একটি নাশকতা মামলার তদবির নিয়ে আসলে সেটাতে বিরোধীতা করায় তারা মানববন্ধন করেছে।