নিজস্ব প্রতিনিধি : খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনি ও সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির যৌথ উদ্যোগে সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রæয়ারী মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কুখরালী বলফিল্ড মাঠের চত্বরে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ভুমিহীন সমিতির সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রত্যাশী দোয়া প্রার্থী মোঃ কওছার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের অনুষ্ঠানে জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি গোলাম রসুল রাসেল, সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমূখ।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুখরালি আদর্শ যুব সংঘের প্রতিষ্ঠাতা ফজলুল হক, রং তুলি স্বাধিকার মহিবুল্লাহ, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি এম বেলাল হোসেন, সংবাদকর্মী সেলিম হোসেন, স্বপন পান্ডে প্রমূখ। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির যৌথ উদ্যােগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ১৮০ জনকে চক্ষু রোগী দেখেন খুলনা শিরোমনির বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডাঃ মোঃ আসিফ হাসান।##