প্রেস বিজ্ঞপ্তি : সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়েসম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ই মার্চ রোববার সকালে সম্প্রীতি বাক- শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য লায়লা পারভীন (সেজুতি)।
প্রধান অতিথি তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে যেন সকল শিশু শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহনের অধিকার পায়। অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মি: সভারঞ্জন শিকদার।
আলোচনার শেষে বিদ্যালয়ের বাক-শ্রবন শিশুদের নিয়ে জন্মদিনের কেক কেটে একসাথে জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানের পূর্বে তিনি শিশুদের বিভিন্ন ক্লাস পরিদর্শন করেন এবং ঈশারা ভাষায় তাদের পাঠদান পর্যবেক্ষন করেন। তিনি বিদ্যালয়টির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। ##