নিজস্ব প্রতিনিধি:
পূর্ব শত্রæতার জের ধরে সাতক্ষীরায় ষাটোর্ধ্ব ব্যক্তিকে পেট্টোল ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর রাতে শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া মাহবুব ই এলাহী(৬২) নকিপুর গ্রামের মৃত আলহাজ¦ আয়েজউদ্দিনের পুত্র। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। শ্যামনগরের সরকারি বাজারের অবৈধ দখল নিয়ে বিরোধের কারনে এধরনের ঘটনা হতে পারে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাহবুব ই এলাহী।
তার বড় ভাই আশেক ই এলাহী জানান, রোববার ভোরে নামাজ পাড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন মাহবুব ই এলাহী। এমন সময় পিছন দিক থেকে একটি মোটরসাইকেল দ্রæত চলে যায়।
এরপর হটাৎ জামাকাপড়ে আগুন জ¦লতে থাকলে ডাক চিৎকার দিলে পরিবারের লোকজন দ্রæত গিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আগুনে তার কোমরের নিচ থেকে পায়ের অনেকাংশ পুড়ে যায়। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রেরণ করে। পূর্ব শত্রæতার জের ধরে অজ্ঞাত দুবৃত্তরা পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। এঘটনায় তদন্ত পূর্বক দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তিনি।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা: মামুন আল শরিফ জানান, তার শরীরের ১৮ ভাগ অংশ পুড়েগেছে। চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনে ঢাকায় পাঠানো হতে পারে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।##