বিএম আলাউদ্দীন, আশাশুনি ব্যুরো:
“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে আশাশুনি সরকারি খাদ্য গুদামে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর। উদ্বোধন কালে তিনি বলেন, উপজেলা খাদ্য গুদামে কৃষক সরাসরি তাদের ধান বিক্রয় করতে পারবেন।
এ বছর আশাশুনি কাঙ্ক্ষিত পরিমাণ বোরো ধান উৎপাদিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার এর নিকট আর্দ্রতা পরিমাপক যন্ত্র রয়েছে। তারা মাঠ পর্যায়ে ধানের আদ্রর্তা পরিমাপ করে দিচ্ছেন।খাদ্য অধিদপ্তর কর্তৃক অভ্যন্তরিণ বোরো সংগ্রহ- ২০২৪ মৌসুমে আশাশুনিতে সিদ্ধ চাল কেজি প্রতি ৪৫ টাকা দরে ১৫৪ মেট্রিক টন, আতপ চাল কেজি প্রতি ৪৪ টাকা দরে ৬৯ মেট্রিক টন এবং ধান কেজি প্রতি ৩২ টাকা দরে ৮৭৬ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। উদ্বোধন কালে আশাশুনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জয় কুমার রায়, আশাশুনি উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ভক্ত, বড়দল খাদ্য গুদামের কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, মেসার্স মা রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ আসাদুল্লাহ, মেসার্স রেবেকা রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ আকবর আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।