নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালীগঞ্জে প্রেরণা নারী উন্নয়ন সংগঠন ৫৫টি প্রতিবন্ধী পরিবারে মধ্যে হাইজিন কিডস বিতরণ করেছে। আজ রোববার বেলা তিনটায় সংগঠনের নিজস্ব কার্যালয় এসব কিডস বিতরণ করা হয়।
প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি ইলাদেবী মল্লিকের সভাপতিিত্বে অনুষ্ঠিত হাইজেনিক কিস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , সংগঠনের কর্মকর্তা সৈয়দ ফাল্গুনী রহমান, দীপিকা অধিকারী, শাহিনুর রহমান, নেপাল চন্দ্র পাল প্রমূখ।
এ সময় সভাপতি ইলা দেবী মল্লিক বলেন, ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী প্রতিবন্ধী পরিবারের সহযোগিতার জন্য কলসি, ফিল্টার, জগ,পানিড্রামসহ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হলো। যে কোন প্রাকৃতিক দুর্যোগের আগে এসব সামগ্রী দিয়ে আগে থেকেই নিজেদেরকে প্রস্তুত করে রাখতে পারবেন।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বিশেষ করে খাবার পানি সংরক্ষণে এসব সামগ্রী খুবই প্রয়োজন। যাতে করে প্রতিবন্ধী ও অসহায় পরিবার পানি সংরক্ষণ করতে পারে এ কারণেই এসব সামগ্রী বিতরণের উদ্দেশ্য। বিতরণে সহযোগিতা করে বেসরকারি সংস্থা হ্যান্ডিক্যাপ ।